হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছুরিকাঘাতে মাইক্রোবাসচালক হত্যায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

ছুরিকাঘাতে নিহত মাহবুব আলম

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে মাইক্রোবাসের চালক হত্যায় চট্টগ্রাম-রাঙ্গমাটি মাহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। এর আগে রোববার ভোর আনুমানিক ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে মারা যান মাহবুব আলম (৩৬)। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেকবাড়ির মৃত আবদুন নবীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহবুব আলম পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি বিল্ডিংয়ের কেয়ারটেকার ছিলেন। রোববার ভোররাতের দিকে তিন-চারজন দুর্বৃত্ত কলাবাগান এলাকায় মাহবুব আলমের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মাহবুবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে চমেক হাসপাতাল মর্গে পাঠানোর কাজ করছে।

এদিকে মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় অন্তত ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল নাগরিক হতে পারবে শিক্ষার্থীরা

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৯ ডাকাত

হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ২০

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গণেশ গ্রেপ্তার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন

সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন

চুরি-দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা সম্মানের: হাসনাত আব্দুল্লাহ

আশুগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসা

ইউসিবির ৪৭ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি, দুদকের মামলায় আসামি ৯৩