হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি ক্ষমতায় গেলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি অর্থনীতিতে গতি ফিরবে

গণসংযোগকালে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বিএনপি ক্ষমতায় গেলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী।

শনিবার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করেন, অপরিকল্পিত খাল ভরাট ও প্রাকৃতিক জলাধার দখলের কারণে সীতাকুণ্ডে জলাবদ্ধতা, কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতি এবং পরিবেশগত বিপর্যয় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন অঞ্চলের পয় নিষ্কাশন সংকট আর কোনো বিচ্ছিন্ন বা স্থানীয় সমস্যা নয়, এটি এখন জাতীয় পর্যায়ের একটি গুরুতর চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সীতাকুণ্ড শুধু জলাবদ্ধতামুক্তই হবে না, বরং এটি সারা দেশের জন্য একটি মডেল এলাকা হিসেবে গড়ে উঠতে পারে।

তিন আরও বলেন, দ্রুত খাল পুনঃখনন না হলে কৃষি ও শিল্প—কোনোটিরই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না।

বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী আরও বলেন, উত্তর সীতাকুণ্ডের মানুষ মূলত কৃষিনির্ভর।
তিনি বলেন, কোল্ড স্টোরেজ স্থাপন, বিনামূল্যে বা স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি চালু করা গেলে সীতাকুণ্ড দেশের অন্যতম শস্যভাণ্ডারে পরিণত হতে পারে।

তিনি ‘কৃষিকার্ড’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষিতে নতুন বিপ্লব ঘটবে। এর মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকবান্ধব এসব কর্মসূচি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আসলাম চৌধুরী আরও বলেন, শিল্প ও কৃষির সমন্বিত উন্নয়নের মাধ্যমে সীতাকুণ্ডকে একটি আধুনিক, কর্মসংস্থানমুখী ও স্বয়ংসম্পূর্ণ জনপদে রূপান্তর করা সম্ভব। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে, ইনশাল্লাহ সীতাকুণ্ড হবে দেশের একটি আদর্শ মডেল নগরী।

ওয়েজ বোর্ড ছাড়া কোনো মিডিয়া আমরা চলতে দেব না: কাদের গণি চৌধুরী

নারীদের ওপর হামলা অব্যাহত রাখলে আমরা এগিয়ে যাব, তারা পিছিয়ে যাবে: শাহজাহান

সাঈদ আল নোমানের জন্য ভোট চেয়ে মাঠে সাইফের উদ্যোগে গণসংযোগ

টেকনাফকে পর্যটনবান্ধব শহর ও বন্দর করিডোর চালুর আশ্বাস আনোয়ারীর

চৌদ্দগ্রামে বাকবিতণ্ডার জেরে জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ১০

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

হাসনাতকে ১৪ লাখ টাকা দিলো এসএসসি ব্যাচের বন্ধুরা

ময়মনসিংহ-১১ আসনের এমপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের দিন: সৈয়দ আবদাল আহমদ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত