হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইতিহাসের সাক্ষী ব্রিটিশ যুদ্ধের সময় নির্মিত বিমানবন্দর

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের আলমপুর ও আদর্শগ্রাম এলাকায় ব্রিটিশ যুদ্ধের সময় নির্মিত হয় এই বিমানবন্দর। পরিত্যক্ত এই বিমানবন্দর এখন অতীতের স্মৃতি বহন করে আছে। রক্ষণাবেক্ষণ ও তদারকি না থাকায় বিমানবন্দরটি এখন বেদখল হয়ে আছে। অযত্নে-অবহেলায় খোয়া গেছে বন্দর অফিসের মূল্যবান প্রত্ন সমর সম্পদ।

বিমানবন্দরের স্থাপনাগুলো জরাজীর্ণ হয়ে আছে। রানওয়ের বেশ কিছু অংশ এখনো অক্ষত রয়েছে। তেলের রিজার্ভারের কিছু অংশবিশেষ রয়েছে, দেখলে মনে হয় কালভার্ট। প্রশাসনিক ভবন ও সিগন্যাল ঘর আগাছায় পরিপূর্ণ হয়ে আছে। প্রশাসনিক ভবনের পাশে পাকাঘর তুলেছেন ওখানকার বাসিন্দারা। তাতে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরোনো স্থাপনাগুলো। দেয়ালে জমেছে শেওলা, খসে পড়েছে পলেস্তারা, ইট ভেঙে ভেঙে পড়ে হচ্ছে স্তূপ।

হাটহাজারী পৌরসভার পশ্চিমে চন্দ্রপুর, আলমপুর গ্রামে ১৯৪৩ সালে সাড়ে ৩৭ একর ভূমিতে ছিল এয়ার ফিল্ডের অবস্থান। এ এয়ার ফিল্ডটি ব্যবহার করত যৌথবাহিনীর প্রথম কমবার্ড কার্গো গ্রুপ। এখানে ছিল একটি রেডিও রিলে কেন্দ্র। যা ১২৮তম আর্মি কমিউনিকেশন সিস্টেম স্কোয়াড নামে পরিচিত। পরিত্যক্ত এ এয়ার ফিল্ডটি এখন শুধু অতীতের স্মৃতিই বহন করে আছে।

বর্তমানে বিমানবন্দরের আশপাশে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব এলাকা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসে শত শত পর্যটক। বিমানবন্দরের পাশের এলাকার ৫০০-৬০০ গজের মধ্যেই চোখে পড়ে অপরূপ সৌন্দর্য, পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা পানিতে ছড়াগুলো বর্ষায় জেগে ওঠে। গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক নিদর্শন নিয়ে এলাকাটি পর্যটন এলাকার মর্যাদা পেতে পারে। ঐতিহাসিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নির্মাণাধীন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফার্মবেইজড ক্যাম্পাস, জেলা সরকারি দুগ্ধ ও ছাগল খামার, কৃষি ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টারও পর্যটকদের কাছে টানে নিঃসন্দেহে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জঙ্গি বিমানগুলোতে জ্বালানি তেল ভরার জন্য ব্রিটিশ শাসকগোষ্ঠী সেই সময়ের ফেনী ও চকরিয়া-হাটহাজারীতে দুটি বিমানবন্দর তেরি করেছিল। হাটহাজারীর বিমানবন্দরের জন্য তখনকার সদর ইউনিয়ন পরিষদের আলমপুর গ্রাম ও তার আশপাশের ৩৭ একর জায়গা অধিগ্রহণ করে। বিমানবন্দরের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ভবন, সিগন্যাল হাউস, রানওয়ে, জ্বালানি তেলের জন্য রিজার্ভার নির্মাণ করা হয়েছিল। শুধু যুদ্ধের প্রয়োজনে তখনকার দুর্বল যোগাযোগ ব্যবস্থার সময়ে ১৯৪৩ সালে চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে এ রকম একটি বিমানবন্দর নির্মিত হয়েছিল।

পরিত্যক্ত বিমানবন্দরে জায়গাটি উদ্ধার করে এখানে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হলে প্রতিবছর সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতে পারে বলে মনে করেন অনেকেই।

রামগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সীমান্তে গুলিবিদ্ধ সাত বছরের সেই শিশু লাইফ সাপোর্টে

সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

হাসপাতালের ওটিতে গ্যাসের চুলায় রান্না, বরখাস্ত হলেন সেই দুই নার্স

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের দুই পা বিচ্ছিন্ন

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

নিহত জামায়াত কর্মীর মাথায় ১৩টি গুলির ছিদ্র

ন্যায়বিচারের আশায় রোহিঙ্গারা

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল নাগরিক হতে পারবে শিক্ষার্থীরা