কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত বিএনপি নেতার নাম মো. মমিন মিয়া। তিনি বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন।
মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বুড়িচং কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপি নেতা মো. মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপি নেতা মো. মমিন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে কুমিল্লা -৫ আসনের বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন বলেন, আজকে ১৪২ কেন্দ্রে একযোগে নির্বাচনি মিছিল হয়েছে। উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল গিয়ে আমার একজন কর্মী মৃত্যুবরণ করেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।