চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছের ডাল ফেলে নাশকতার চেষ্টা করা হয়েছে। প্রশাসন ধারণা করছেন, আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করতে এমন অপ-তৎপরতা চালাতে পারে।
জানা যায়, রোববার (১৬ নভেম্বর) ভোরে সাতকানিয়া রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেললাইন পরিষ্কার করেন রেলের নিরাপত্তাকর্মীরা।
সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেলওয়ে কর্মকর্তারা জানান, গতকাল রাত ১১টার পর থেকে আজ সকাল ৬টার মধ্যবর্তী কোনো একসময় দুর্বৃত্তরা গাছের ডাল ছড়িয়ে রেখে যায়। ঘটনাটি যে উদ্দেশ্যপ্রণোদিত, তাতে রেলওয়ের কর্মকর্তারা প্রায় নিশ্চিত। কারণ, ভোর সাড়ে ৫টায় কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া অতিক্রম করার কথা ছিল। সময়মতো ট্রেনটি পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং ইউ মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনও ঘটনাটিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে। মাঠপর্যায়ে পুলিশ নজরদারি বাড়িয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে দুর্বৃত্তরা রেলপথকে সহজ টার্গেট হিসেবে ব্যবহার করতে পারে।
সাতকানিয়ার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন বলেন, ঘটনাটি শোনার পরেই আমরা ঘটনাস্থলে প্রদর্শন করেছি। কারা এই ঘটনা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।