হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে শ্রীপুর পৌরসভার ময়লার গাড়ির চাপায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান) মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তা প্রহরীর নাম জসিম আহম্মেদ (৪৪)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। জসিম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পৌরসভার একটি ময়লার গাড়ি কারখানা থেকে ময়লা সংগ্রহের জন্য কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় ১ নম্বর গেটের উত্তর পাশে দায়িত্ব পালনরত নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদকে গাড়িটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে নিহতের স্ত্রী শিউলি আক্তার শ্রীপুর থানা চত্বরে এসে কান্নায় ভেঙে পড়েন। নিহত দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এ ঘটনায় নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জ-২ আসন, ১১ দলীয় জোট প্রার্থীর ১০ দফা ইশতেহার ঘোষণা

গাজীপুরে তারেক রহমানের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

পূবাইলে ট্রেনে কাটা পড়ে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু

গোপালগঞ্জে কারাবন্দি বাবার জন্য ছেলের ভোট প্রার্থনা

‎গাজীপুরে ‌‘শ্বাসকষ্ট-বমি-খিঁচুনিতে’ অসুস্থ অর্ধশতাধিক পোশাককর্মী

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ

ককটেল ফাটিয়ে ও গুলি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

নির্বাচনি প্রচারে সংসদ প্রার্থীর ৯ ভাইয়ের যৌথ পরিবার