হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগ নেতার বাড়ি থেকে ঘোড়া ও জবাই করা ঘোড়ার মাংস জব্দ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক গ্রামে উপজেলা যুবলীগের এক নেতার বাড়ি থেকে ১১টি জীবিত ঘোড়া এবং ৮টি জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করেছে প্রশাসন। অভিযুক্ত ব্যক্তি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলে জানিয়েছেন স্থানীয়রা।

জাহাঙ্গীর আলম দুর্গাপুর ইউনিয়নের মৃত আলাউদ্দিনের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের বাড়িতে সন্দেহজনকভাবে লোকজনের আনাগোনা শুরু হয়। বিষয়টি নজরে এলে স্থানীয়রা একজোট হয়ে সেখানে যান। এ সময় ঘোড়া জবাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৩৬৬৫) ভাঙচুর করে এবং আরেকটি কভার্ড ভ্যান/কাভারব্যান্ড (ঢাকা মেট্রো-ন-১৭-১৭৬৫)-এ আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আওয়ামীলীগ সরকার আমলে জাহাঙ্গীর আলম নানা অপকর্মে জড়িত ছিলেন। সরকার পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও স্থানীয় রাজনৈতিক প্রভাবের আশ্রয়ে এলাকায় ফিরে আসেন। অভিযোগ রয়েছে, গরুর খামারের আড়ালে নির্জন এলাকায় ঘোড়ার মাংসের এই ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।

গাজীপুরের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা ও ট্রেজারি) এবং জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল জানান, অভিযানের সময় ৮টি জবাই করা ঘোড়ার মাংস মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত ১১টি ঘোড়া দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। জব্দ করা একটি পিকআপ ও একটি কভার্ড ভ্যান পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা এবং কাপাসিয়া থানার উপ-পরিদর্শক জিহাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স নিয়ে বিরোধ থেকে ইমাম বরখাস্ত ও পুনর্নিয়োগ

ধামরাইয়ের ঘটনায় ধর্ষণ নয় ছিনতাইয়ের মামলা, গ্রেপ্তার ৪

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অস্ত্র তৈরির কারখানায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

থানার সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

‘হ্যাঁ’ ভোটের পক্ষে খুতবায় বয়ানের আহ্বান

মানিকগঞ্জ-৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে বিএনপির প্রার্থী

বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক-হেলপার নিহত, আহত ৩০ যাত্রী

ছাত্রসমাজ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না : সাবেক শিবির সভাপতি