হোম > সারা দেশ > ঢাকা

‘হ্যাঁ’ ভোটের পক্ষে খুতবায় বয়ানের আহ্বান

ইমাম সম্মেলনে জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

ইমাম সম্মেলনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। ছবি: আমার দেশ।

কিশোরগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্বান জানিয়েছেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। তিনি বলেছেন, ‘ জুলৈাই আন্দোলনের সফলতার পর আমরা একটি সনদের কথা বলছি। এই সনদকে বৈধতা দিতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের পক্ষ থেকে একটি সংস্কারের কথা বলা হয়েছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তরিত হতে চাই, আর এটাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। এ লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল।

জেলা প্রশাসক আরো বলেন, ‘তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে।’ কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি নাসিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। অনুষ্ঠানে জেলার সাত শতাধিক ইমাম সম্মেলনে অংশ নেন।

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অস্ত্র তৈরির কারখানায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

থানার সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

মানিকগঞ্জ-৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে বিএনপির প্রার্থী

বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক-হেলপার নিহত, আহত ৩০ যাত্রী

ছাত্রসমাজ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না : সাবেক শিবির সভাপতি

মহাসড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই সংস্কারকাজ

জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ৩০

কেরাণীগঞ্জে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান