হোম > সারা দেশ > ঢাকা

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স নিয়ে বিরোধ থেকে ইমাম বরখাস্ত ও পুনর্নিয়োগ

সংঘর্ষে আহত ৮

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ গোয়ালদী এলাকায় বিয়ে বাড়িতে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদকে কেন্দ্র করে এক ইমামকে বরখাস্ত ও পরবর্তীতে পুনর্নিয়োগের ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে দক্ষিণ গোয়ালদী এলাকার একটি বিয়ে বাড়িতে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এসময় স্থানীয় পুরাতন জামে মসজিদের ইমাম কারী নান্নু শব্দ কমানোর অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ তাকে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রথম পক্ষ দক্ষিণ গোয়ালদী পূর্বপাড়া এলাকায় ‘নতুন জামে মসজিদ’ নামে একটি মসজিদ স্থাপন করে কারী নান্নুকে ঘোড়ার গাড়িতে করে বরণ করে নিয়ে এসে নতুন করে ইমাম হিসেবে নিয়োগ দেন। এ নিয়োগকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

উত্তেজনার জেরে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সামিরুন বেগম, আকরাম মাতুব্বর ও তাজী বেগমসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয়দের মতে, মসজিদে নামাজ আদায় ও ইমাম প্রত্যাহারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরেই এ মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়িতদের মধ্যে প্রথম পক্ষের নেতৃত্বে রয়েছেন দেলোয়ার মাতুব্বর (৪৫), পিতা—আনজু মাতুব্বর এবং দ্বিতীয় পক্ষের নেতৃত্বে রয়েছেন মনির মাতুব্বর (৪০)। উভয়েই দক্ষিণ গোয়ালদী এলাকার বাসিন্দা।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজৈর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুবলীগ নেতার বাড়ি থেকে ঘোড়া ও জবাই করা ঘোড়ার মাংস জব্দ

ধামরাইয়ের ঘটনায় ধর্ষণ নয় ছিনতাইয়ের মামলা, গ্রেপ্তার ৪

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অস্ত্র তৈরির কারখানায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

থানার সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

‘হ্যাঁ’ ভোটের পক্ষে খুতবায় বয়ানের আহ্বান

মানিকগঞ্জ-৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে বিএনপির প্রার্থী

বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক-হেলপার নিহত, আহত ৩০ যাত্রী

ছাত্রসমাজ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না : সাবেক শিবির সভাপতি