হোম > সারা দেশ > ঢাকা

আবাসিক হোটেল, রেস্তোরাঁসহ ৭ প্রতিষ্ঠান সিলগালা

গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। আবাসিক প্লটে অবৈধভাবে অনাবাসিক বা বাণিজ্যিক ব্যবহারের কারণে এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সেলুনসহ সাতটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জনকে থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, ৪১ নম্বর সড়কের ‘নাইস সেলুন’ নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে স্পা ও সেলুন কার্যক্রম পরিচালনা করায় সেটি সিলগালা করা হয়। এ সময় একজন নারী ও তিনজন পুরুষকে থানায় সোপর্দ করা হয়।

এ ছাড়া একই সড়কে উডেন নাইস ফার্নিচারে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা, হোটেল আমারিতে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানো এবং ভবনে ব্যত্যয় থাকায় হোটেলটি সিলগালা করা হয়। তবে, হোটেলে বিদেশি অতিথি অবস্থান করায় তাদের অন্যত্র ব্যবস্থা করার জন্য শুধু সেই সব রুম রবিবার পর্যন্ত সময় দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়।

সূত্র জানায়, ২৪ নম্বর সড়কে রতনপুর ক্যাসেলের ৪টি ফ্লোরে অবৈধ স্পা ও সেলুন পরিচালনা করায় তা সিলগালা করা করা হয় এবং আটজন মহিলা ও দুজন পুরুষকে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ উইং) প্রকৌশলী মোহাম্মদ মনিরুল হক বলেন, এ অভিযান রাজউকের চলমান প্রক্রিয়া। চেয়ারম্যানের নির্দেশনায় রাজউকের অনুমোদনহীন অবৈধ ভবনে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল ছাত্রদল, হামলায় আহত ৮

মধুপুরে ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

আমার ছেলে কবরে, খুনিরা কেনো বাহিরে

হিজাব নিয়ে কটূক্তি, বিপ্লব শীলের বিচার দাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

মাদক সেবনের প্রতিবাদ করায় মারধর, সড়ক অবরোধ

সাভারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালিত

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুলিবিদ্ধ, আটক ৪