হোম > সারা দেশ > খুলনা

ভারত থেকে এল ১২৫ মেট্রিক টন বিস্ফোরক, বিশেষ সতর্কতা জারি

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতের আটটি ট্রাকে করে আনা এই বিপজ্জনক শ্রেণিভুক্ত বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। চালানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত বিস্ফোরকগুলো বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য আনা হয়েছে। এই বিস্ফোরকের আমদানিকারক প্রতিষ্ঠান হলো মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড।

বিপজ্জনক পণ্য হওয়ায় জনবহুল বন্দর এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক সংরক্ষণ নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বন্দরসংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী ও আশপাশের বসবাসকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরক চালানটির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ডিরেক্টর শামীম হোসেন বলেন, বিস্ফোরকের চালানটি বন্দরে প্রবেশের পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

তিনি আরো জানান, নিরাপত্তাবিধি মেনে বিস্ফোরক দ্রুত নির্ধারিত গন্তব্যে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে বন্দরে দীর্ঘ সময় ধরে বিপজ্জনক পণ্য সংরক্ষণ করতে না হয়।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরক আমদানি ও পরিবহনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং প্রতিটি ধাপে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করছে।

চুয়াডাঙ্গায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভার প্রস্তুতি সম্পন্ন

ছাত্রলীগ নেতার প্যারোল নিয়ে যে ব্যাখ্যা দিল যশোর জেলা প্রশাসন

চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা ১১.৩ ডিগ্রি

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ২১

সাতক্ষীরা-৪ আসনে ভোটের মাঠে সক্রিয় ধানের শীষ

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা ‘পালিয়ে’ গেলেন

ইটভাটা শ্রমিকদের সঙ্গে নির্বাচনি গণসংযোগে চুয়াডাঙ্গার জামায়াত প্রার্থী

বিএনপির নির্বাচনি প্রচারে ইবি কর্মকর্তা

উজিরপুরে সেনা অভিযানে অস্ত্রসহ ইয়াবা জব্দ, আটক ১