হোম > সারা দেশ > খুলনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত ২০ শিক্ষার্থী

প্রতিনিধি, ইবি

কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীবাহী "সুহেইল" নামের একটি ভাড়াচালিত বাস দুর্ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়।

বাসে থাকা শিক্ষার্থীরা জানান, চালক ঘুম ঘুম অবস্থায় বাসটি চালাচ্ছিলেন। তার অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

দুর্ঘটনায় আহত ২০ শিক্ষার্থীর মধ্যে ১২ জনকে ইবি মেডিকেল সেন্টারে এবং ৮ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এ সময় তারা আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

রসুন ক্ষেতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন

ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে নারী আটক

মুক্তিযুদ্ধের কল্পকাহিনী ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

ভেড়ামারায় পিকআপের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত

কপ সম্মেলনে সুন্দরবন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার আহ্বান

চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশুর প্রাণ কেড়ে নিলো ট্রলি

মহেশপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে দাম কমার ইঙ্গিত

বিজয় দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক যাত্রী চলাচল

বিজয় দিবসে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা