হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় পদ্মা নদীতে চাঁদা তুলতে গিয়ে নিখোঁজ শ্রমিক দল নেতা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে চাঁদা তুলতে গিয়ে আরেক ট্রলারের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬)।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজা এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটলেও বিকেলে বিষয়টি জানাজানি হয়।

তবে আন্নুর পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করা হচ্ছে। পদ্মায় নিখোঁজ আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত-মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আবেদুর রহমান আন্নুসহ কয়েকজন একটি ছোট নৌকায় করে পদ্মা নদীতে বালুবাহী ট্রলার থেকে টাকা তুলতে যান। পদ্মা নদীর গোপীনাথপুর এলাকায় পৌঁছুলে একটি বড় বালু বোঝাই ট্রলার হঠাৎ করে ওই ছোট নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি এবং অন্যরা বালু বোঝাই ট্রলারে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু স্রোতের টানে ভেসে যান। পরে স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর কুষ্টিয়ার সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী আমার দেশকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এলে আগামীকাল সকাল থেকে তল্লাশি শুরু হবে।

অপরদিকে, নিখোঁজ আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল সাংবাদিকদের জানান, বালুঘাটের ইজারা নিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে আন্নুকে পরিকল্পিতভাবে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সন্ধ্যায় আমার দেশকে বলেন, পদ্মা নদীতে শ্রমিক দলের নেতা নিখোঁজের ব্যাপারে জানা নেই, আমাদের কেউ সংবাদ দেয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, সন্ধ্যায় শুনেছি শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু নিখোঁজ রয়েছেন। বিস্তারিত আমার জানা নেই।

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ঝিনাইদ‌হে মোটরসাইকে‌লের ধাক্কায় প্রাণ গেল সব‌জি ব্যবসায়ীর

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে

অজ্ঞান পার্টির হোতা ‘স্প্রে বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

দৌলতপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে: গোলাম পরওয়ার

রাশেদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির ফিরোজ

বাগেরহাটে ৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ২৫ প্রার্থী

বিএসএফের পুশ ইন করা ১৪ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি