আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে ভোটের উত্তাপ জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মো. হামিদ পারভেজ মিয়া আনুষ্ঠানিকভাবে দলটির প্রার্থী হওয়ার জন্য শনিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনি এই আসনটিতে নতুন সমীকরণ তৈরি করলেন।
জাতীয় নাগরিক পার্টির ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী এবং হরিণাকুন্ডু উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন এই তরুণ নেতা। তিনি দলের পক্ষ থেকে ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর-হরিণাকুন্ডু) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর হামিদ পারভেজ মিয়া বলেন, আমি এনসিপির পক্ষ থেকে ঝিনাইদহ-২ আসনে এমপি প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি নির্বাচনের মাঠে থাকতে পারবো। আসন্ন এই যুদ্ধে জেতার জন্যই মাঠে নেমেছি।