হোম > সারা দেশ > খুলনা

বিএনপি ৫ শতাংশ আসনে সরাসরি নারী প্রার্থী দেবে: সেলিমা রহমান

খুলনা ব্যুরো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কমপক্ষে ৫ শতাংশ আসনে নারী প্রার্থীরা সরাসরি মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই সংখ্যা আরও বাড়তে পারে। এর মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, বিএনপি আগামী নির্বাচনে যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেবে। তিনি বলেন, ‘বিএনপি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর এবং এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।’

বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি নারীর অধিকার রক্ষায় সবসময় সোচ্চার।’

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি নারীদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে চায়। ‘নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,’ যোগ করেন তিনি।

সভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, শফিকুল আলম মনা, এম এ সালাম, রহমত উল্লাহ পলাশ, মনিরুজ্জামান মন্টু প্রমুখ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক শামসুদ্দিনের ইন্তেকাল

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বাড়ি ফেরা হলো না চা দোকানির

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মোংলায় ৭০ শতাংশ গাড়ি খালাস, রাজস্বে নতুন দিক উন্মোচন

অভয়নগরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

২০ কোটি টাকার টেন্ডারে নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি

ভোটের মাঠে শক্তিশালী হয়ে উঠছে জামায়াত, বিএনপিতে বহু প্রার্থী

কুষ্টিয়ায় দিনমজুরকে ভোররাতে কুপিয়ে হত্যা

হানিফের জুলুম-নির্যাতনে দুর্বিষহ ছিল জনজীবন