হোম > সারা দেশ > ময়মনসিংহ

২৫ বছর পর জামালপুরে জামায়াতের জনসভা

জেলা প্রতিনিধি, জামালপুর

ছবি: আমার দেশ।

সর্বশেষ ২০০১ সালে জামালপুরে জনসম্মুখে বড় ধরনের সভা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ ২৫ বছর পর রোববার (১ ফেব্রুয়ারি) আবারো জামালপুরে জনসভা করতে যাচ্ছে দলটি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারে ১১তম দিনে রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচনি জনসভায় অংশ নিতে জামালপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই শহরের সিংহজানি স্কুল মাঠে মঞ্চ নির্মাণসহ জনসভার সার্বিক প্রস্তুতি কার্যক্রম চলছে। আয়োজকদের দাবি, রোববার দুপুরে সিংহজানি স্কুল মাঠে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন জামায়াত আমির।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। দলীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকদের ব্যস্ত সময় কাটছে প্রস্তুতিতে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, ‘আমাদের কেন্দ্রীয় আমির আগামীকাল প্রধান অতিথি হিসেবে জাতির উদ্দেশ্যে এই মাঠে ভাষণ দেবেন। রাত থেকেই আমরা প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি। আশা করছি আজ সন্ধ্যার ভেতর সব প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করছেন এবং সহযোগিতা করছেন।’

জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুস সাত্তার বলেন, ‘আমাদের সারা জেলার প্রায় ৫০ হাজার নেতা-কর্মী উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সমর্থকরাও থাকবেন। সে অনুযায়ী আমরা আশা করছি লক্ষাধিক মানুষের সমাগম হবে এই জনসভায়।’

ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস নেতার জামায়াতে যোগদান

দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না: ব্যারিস্টার কায়সার কামাল

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা, আসামি ২৩৪

চাঁদাবাজমুক্ত গৌরীপুর গড়তে হলে ধানের শীষে ভোট দিন

অপেক্ষার প্রহর গুনছেন জামালপুরের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা

৩ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বেকার আট হাজার শ্রমিক

জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার

জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন

ধানের শীষের প্রার্থীসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত