মেলান্দহে মাহফিলের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে ভোট প্রার্থনার অভিযোগে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুরের সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই নোটিশ জারি করা হয়। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জামালপুর-৩ আসনে প্রচারণা চালানোর সময় একটি দোয়া মাহফিলের ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে। ভিডিও পর্যালোচনায় দেখা যায়, গত ২২ ডিসেম্বর রাতে মেলান্দহ উপজেলার গোবিন্দী খানবাড়ী এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে তার স্ত্রী তুহিনা আক্তার শিউলি বক্তব্য প্রদান করেন এবং সেখানে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।
কমিটির পর্যবেক্ষণে বলা হয়, ধর্মীয় অনুষ্ঠানের ব্যানারে এ ধরনের রাজনৈতিক বক্তব্য ও ভোট চাওয়ার বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর পরিপন্থি।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো দল বা প্রার্থীর প্রতি ছাড় নেই। অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রার্থীকে শোকজের বিষয়টি ঘিরে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশের জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।