হোম > সারা দেশ > রাজশাহী

কৃষক দলের সেই নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মমিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০) দুপুরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরী ভোক্তা সংরক্ষণ আইনে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকায় আইন বহির্ভূতভাবে দুধ সংগ্রহ সেন্টার পরিচালনা করে আসছিলেন ওই গ্রামের আজিজল প্রামানিকের ছেলে কৃষক দল নেতা মমিন হোসেন। অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় তাকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনার সময় চাটমোহর নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম আসলাম হোসেন, চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, অনুমোদনহীন দুগ্ধ সংগ্রহ সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে মমিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আগামীতে ভেজাল দুধ উৎপাদন ও বিপণন এবং অবৈধ দুগ্ধ সংগ্রহ সেন্টার পরিচালনা করবেন না বলে মমিন হোসেন মুচলেকা দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে কৃষক দলের নেতা মমিন হোসেনের দুগ্ধ সংগ্রহ সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ ভেজাল দুধ উৎপাদনের কাঁচামাল জব্দ করে।

এ সংক্রান্ত একটি সচিত্র সংবাদ বুধবার আমার দেশ অনলাইনে প্রকাশিত হয়।

ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটোরের আওয়ামী লীগ নেতা

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অসময়ে কাটিমন আমের বাম্পার ফলন

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ

চালুর আগে প্রচারাভিযানে রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক বাস’

প্রশাসনের চোখের সামনেই রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব