চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার দুপুরে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর তীরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নির্বাচনের পরিস্থিতি বিশৃঙ্খলা সৃষ্টি করতে ভারত থেকে অস্ত্রের বড় চালান আসবে এমন সংবাদের ভিত্তিতে গত এক মাস ধরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা কার্যক্রম ও টহল তৎপরতা বাড়ানো হয়। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে চকপাড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবরী ব্রিজ এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধার অস্ত্রগুলো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেও জানান অধিনায়ক।