হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে বিদেশি ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর তীরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নির্বাচনের পরিস্থিতি বিশৃঙ্খলা সৃষ্টি করতে ভারত থেকে অস্ত্রের বড় চালান আসবে এমন সংবাদের ভিত্তিতে গত এক মাস ধরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা কার্যক্রম ও টহল তৎপরতা বাড়ানো হয়। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে চকপাড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবরী ব্রিজ এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধার অস্ত্রগুলো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেও জানান অধিনায়ক।

সড়ক দুর্ঘটনায় করিমনচালক নিহত

জাতির কল্যাণে কাজ করে আমরা দেশ সাজাব

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

রাজশাহী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ত্রিমুখী লড়াইয়ে বিএনপির ‘গলার কাঁটা’ বিদ্রোহী প্রার্থী পারভেজ

গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর: তারেক রহমান

বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ১১৮৮ টন ভারতীয় চাল

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল

যেসব অভিযোগ তুলে পদত্যাগ এনসিপির আরো ১২ নেতার