বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২০০ দুস্থ-অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের হাতে এসব তুলে দেন বিএনপি নেতা আবু তালেব।
এ সময় তিনি বলেন, আমাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থ পরিবারের মাঝে উপহার তুলে দিয়েছি। সাধারণ মানুষের কল্যাণে এমন ইতিবাচক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, মানিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, জিয়া মঞ্চের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।