হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে জামায়াতের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কিচক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোফাজ্জল হোসাইন। এ বিষয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি তার বক্তব্যে বলেন, গত সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি সমর্থিত ব্যক্তি ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাইল গ্রামে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে হামলা চালায়। এ হামলায় কিচক ইউনিয়ন জামায়াতের ৪ নং ওয়ার্ডের সভাপতি মো. শাহজালাল, কর্মী রফিকুল ইসলাম ও আবু তাহের নামের তিনজন আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা।

এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় রাতেই লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড কিংবা আসামিদের গ্রেপ্তার করা হয়নি। সুতরাং আমরা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কায় রয়েছি। স্থানীয় প্রশাসন কোনো বিশেষ দলের হয়ে কাজ করার কারণে নিরপেক্ষতা হারাচ্ছে বলে আমরা মনে করছি।

সংবাদে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইন, কিচক ইউনিয়ন জামায়াত আমির মাওলানা মো. মোফাজ্জল হোসেনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আমার দেশকে বলেন, অভিযোগ পেয়েছি। আমাদের প্রাথমিক তদন্তে মামলা হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে যেটুকু ঘটনা ঘটেছে, ঠিক সেটুকুই এজাহারে উল্লেখ করার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ১০ আসামির যাবজ্জীবন

দলীয় প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

সারিয়াকান্দিতে বিএনপির প্রার্থীর প্রচারে সদলবলে পত্নী

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে প্রতিবন্ধী যুবককে বিএনপির প্রার্থীর সমর্থকদের মারধর

সিরাজগঞ্জে বিএনপির মিছিলে জামায়াতের নেতাকর্মীদের হামলার অভিযোগ

ভাঙ্গুড়ায় দোকানঘর নির্মাণে চাঁদা দাবি, দুই সহোদর গ্রেপ্তার

‘জয় বাংলা’ স্লোগান, রাজবাড়ী আদালত এলাকা থেকে ৫ জন গ্রেপ্তার

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জুলাই বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

চার দিনের নির্বাচনি সফরে বগুড়ায় মান্না

তারেক রহমান বগুড়ায় আসছেন ২৮ জানুয়ারি