হোম > সারা দেশ > রাজশাহী

৩৫ ফুটের গর্তে ১৯ ঘণ্টা পার শিশু সাজিদের, যা জানালো ফায়ার সার্ভিস

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

রাজশাহীর তানোরে ৩০ থেকে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারকাজ অব্যাহত আছে। দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। ১৯ ঘণ্টা পার হলেও গভীর নলকূপের অব্যবহৃত বোরিংয়ে আটকা পড়া যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান খড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ গভীর একটি গর্তে পড়ে যায় সে। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সাভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার সম্ভব হচ্ছিল না।

সিদ্ধান্ত অনুযায়ী, ছোট্ট সাজিদকে উদ্ধারে এক্সকেভেটরের খোঁজ করা হচ্ছিল। কিন্তু উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সকেভেটর পাওয়া যাচ্ছিল না। এমনকি পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোনো এক্সকেভেটর পাওয়া যায়নি। অবশেষে রাত ৮টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট দুটি এক্সকেভেটর এনে মাটি খননকাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

স্থানীয়রা বলেন, শিশুটি বুধবার দুপুর ১টার দিকে গর্তে পড়ে যায়। কিন্তু ঘটনাস্থলে এক্সকেভেটর আসতে আসতে রাত ৮টা বেজে যায়।

স্থানীয় রাইসুল নামে একজন বলেন, ছোট দুটি এক্সকেভেটরে দিয়ে কাজ শুরু করা হয়। কিন্তু শুরুতেই যদি বড় এক্সকেভেটর দিয়ে কাজ শুরু করা যেত তাহলে হয়তো দ্রুতই উদ্ধারকাজ শেষ করতে পারতো উদ্ধার কর্মীরা।

তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, প্রথমে আমরা তানোর উপজেলায় খোঁজ করেছি, কোথাও এক্সকেভেটর পাইনি। পরে পাশের উপজেলা মোহনপুর থেকে দুটি এক্সকেভেটর নিয়ে এসে মাটি খননের কাজ শুরু করি। এরপর রাত পৌনে ২টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে। সেটি দিয়ে দ্রুত মাটি খননকাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি আর কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করতে পারবো।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক এ প্রতিবেদককে জানান, গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত শিশু সাজিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ বাহিনী ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করছেন। রেডি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও ডাক্তার।

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

নওগাঁয় পোস্টার খুলে ফেললেন জামায়াত প্রার্থী

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

ধামইরহাটে জামায়াতের নির্বাচনি মিছিল মার্চ ফর দাঁড়িপাল্লা

হাসপাতালে নেওয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার সেই শিশু সাজিদ

পাওনা টাকা না পেয়ে অটোচাপা দিয়ে যুবককে হত্যা

বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই: ধর্ম উপদেষ্টা

দেশের মানুষ একক ভাবে বিএনপিকেই নির্বাচিত করবে: দুলু

গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে খননকাজ ‘আপাতত বন্ধ’