কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জে কোনো প্রভাব পড়েনি। এই কর্মসূচির সমর্থনে আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখা যায়নি। তবে সকাল থেকেই মাঠে ছিল শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করেছে। জেলা থেকে সময়মতো ছেড়ে গেছে দূরপাল্লার বাস ও ট্রেন। স্বাভাবিক রয়েছে সোনামসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম।
জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃংলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গতরাতে একজনকে আটক করা হয়েছে।
জেলার পুলিশ সুপার রেজাউল করিম জানান, জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।