হোম > সারা দেশ > রাজশাহী

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

ছবি: আমার দেশ।

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার মালিকানাধীন শুভ ব্রিকস ইট ভাটায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুকান্ত সরকার উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মৃত গোপেস্বর সরকারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অর্থাভাবে অনিশ্চিত মাছুমার ডাক্তার হওয়ার স্বপ্ন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন আনোয়ারুল ইসলাম

বিএনপির সঙ্গে আসন সমঝোতা, গণঅধিকারের তিন নেতার পদত্যাগ

রাজশাহীর চারঘাটে গাছ কেটে উজাড় করা হচ্ছে আমবাগান

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বগুড়া থেকে ঢাকার পথে বিএনপির অর্ধ লক্ষাধিক নেতাকর্মী

নাটোর-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন