হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ১ লাখ ৫৭ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে ১ লাখ ৫৭ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে এক হাজার টাকার ১৫৭টি জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া র‌্যাব-১২।

শনিবার দুপুর পৌনে ১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নাটোরের সিংড়া উপজেলার গদনকুড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নায়েব আলী (৪২), সিংড়ার পাকিশা গ্রামের আব্দুর রশিদের ছেলে এনামুল হক (২৯) ও রাজশাহীর তানোর উপজেলার ছাওড় গ্রামের রফিকুল ইসলাম রফিক (৪২)।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ তরফদারের ছেলে ফারুক হোসেন ফেসবুকে পাথর বিক্রির বিজ্ঞাপন দিলে সেটিকে কেন্দ্র করে জাল টাকার ওই চক্রটি পাথর কেনার কথা বলে যোগাযোগ করে শেরপুরের মির্জাপুরে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ গত শনিবার মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের নিকট হতে তিনটি সাদা কালো রঙের ছোট পাথর, তিনটি এন্ড্রোয়েড মোবাইল, একটি বাটন মোবাইল, চারটি সিম ও নগদ ৪,২১০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল রবিবার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে জাল নোট ছড়িয়ে দেওয়াই ছিল তাঁদের মূল উদ্দেশ্য।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফি কামাল বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদেরকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক

শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন সম্ভব হবে

মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার সিরাজগঞ্জে মামলা

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

দেশে প্রথম চালু হচ্ছে আধুনিক সেচব্যবস্থা

ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা, অতঃপর যা হলো

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান: উপদেষ্টা ফারুকী আজম