বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চনন দাশখুর গ্রামের যুবক রনি জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন। ছেলের আয়ের টাকায় তার বিধমা মা শাহেনা বেগমের সংসার চলতো। মাটির ভাঙাচোরা একটি ঘরে বাস করতো শাহেনা বেগম। এ সংক্রান্তে সংবাদ গত বছরের ৮ এপ্রিল আমার দেশ-এ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশিত হলে তা নজরে আসে তারেক রহমানের। তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে রনির মায়ের জন্য নতুন ঘর তৈরি করে দেয়ার নির্দেশনা প্রদান করেন।
তারই আলোকে শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জুলাই শহীদ রনির মা সাহেনা বেওয়াকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে।
উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ ননখুর গ্রামে এই মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি রনির মায়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা বলেন, আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা নতুন পরিবার পেয়েছি। মীর শাহে আলম আমার ছেলের মতোই। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন। পাশাপাশি আমার দেশ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বুড়িগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উপজেলা, পৌর-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।