চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ছাত্র-যুব সমাবেশে বক্তারা
সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ স্লোগানে ছাত্র-যুব সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বেলা ১১টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা ও ডাকসু, চাকসু, রাকসুর ভিপি।
বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। আগামীর নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আগামী দিনে আমরা যদি নির্বাচিত হই দল-মতের ঊর্ধে ওঠে তরুণ এবং যুবকদের সঙ্গে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব। ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
নুরুল ইসলাম বুলবুল বলেন, আমরা সুযোগ পেলে চাঁপাইনবাবগঞ্জবাসীর খাদেম হব, একটি মানবিক ও মডেল চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে দিয়াড় উপজেলা গড়ে তোলার কথাও জানান নুরুল ইসলাম বুলবুল।
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, একটি দল আমরা তাদের সম্মান করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপিÑসেটি তার আদর্শে নেই। খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর যে বিএনপি- সে বিএনপি আজকে আর নেই। আজকে সেই দলটি একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে আমরা ভেবেছি এই দেশ চাঁদাবাজমুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল হাসিনার সেই ইজারা তাদের নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ৫ আগস্টের পর যারা নিজদের অন্তর্দ্বন্দ্বে ২০০ জনকে হত্যা করেছে। নিজেদের দলের কাছে নিরাপত্তা নেই। যারা নিজেদের নিরাপত্তা দিতে পারে না তাদের দেশবাসীর নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোনো ধর্ষক ও মাদক কারবারীদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যারাই লড়াই-সংগ্রাম করবে তাদের বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব।