নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একই স্থানে দুটি নির্বাচনি অফিস স্থাপন করাকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার আহম্মেদপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটির জোয়াড়ী ইউনিয়নের সমন্বয়ক ও সাবেক ওয়ার্ড সদস্য কামাল হোসেন এবং উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাজেদুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা আহম্মেদপুর বাজারে দুটি পৃথক অফিস করেন। শনিবার সেখানে ধানের শীষের প্রচারণার জন্য উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী ও সদস্য সচিব শামসুল আলম রনির নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হন। নির্বাচনি প্রচারে লিফলেট বিতরণের আগমুহুর্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দুটি অফিসে পৃথকভাবে অবস্থান করেন। এ সময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতারা সকলকে একত্রিত হতে বললে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ করেননি। তাদের নেতারা বসে বিষয়টি আপোষ করবেন বলে শুনেছি।