হোম > সারা দেশ > রাজশাহী

মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৩

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঈশ্বরদী ইপিজেড রোডের পাকশীর সিভিল হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার সাঁড়াঘাট এলাকার ইউনুস হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইপিজেড রোড দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইমন হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ভটভটিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নওগাঁয় বিএনপির তিন ‘বিদ্রোহী’ প্রার্থী মাঠে, জয়ের সমীকরণে শঙ্কা

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে জরিমানা

বগুড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ

রাজশাহীতে লুণ্ঠিত ৯২ অস্ত্রের হদিস নেই

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

ধামইরহাটে বেপরোয়া ট্রাকে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

নাটোর-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে সাবেক নেতাদের সমর্থন

বড়াইগ্রামে পাল্টাপাল্টি অফিস স্থাপন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই

নাটোরে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতির জামায়াতে যোগদান