পরিষ্কার-পরিচ্ছন্নতাই ডেঙ্গুসহ নানাবিধ রোগ থেকে মুক্তি দিতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ নির্বাচনি আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।
রোববার দুপুরে জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ এবং ডেঙ্গুসহ নানা রোগব্যাধির বিস্তার ঘটছে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকী উদ্যোগ, তবে আমাদের লক্ষ্য হলো এ এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা। উদ্যোগের মূল লক্ষ্য ছিল নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।
গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলামের সভাপতিত্বে ও রাজশাহী শিক্ষা ফেডারেশনের সভাপতি ড,ওবায়দুল্লার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলীসহ প্রমূখ।
উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।