হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে বিদেশি মদসহ তিন মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. মিনাল মিয়া (৩২) মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তাদের সবার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে রাত সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০১ বোতল বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

নবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

জামায়াতে ইসলামী বাতিল শক্তি

আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে তাঁতশিল্পকে পুনর্জীবিত করব

রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ

সর্বস্তরের দুর্নীতিকে আমরা মাটির নিচে গেড়ে দেব: জামায়াতের আমির

টমেটো চাষে স্বাবলম্বী শিবগঞ্জের জজম আলী

৭২-এর সংবিধানই দেশে ফ্যাসিবাদ তৈরির আঁতুড়ঘর: পিআইবি মহাপরিচালক

আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে শোকজ

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক এনজিও মালিক