হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় সংঘর্ষ থামাতে এসে অভিযানে মিলল দেশীয় অস্ত্রের খনি

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুই এলাকার সংঘর্ষ থামাতে এসে অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রের খনি ও মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে।

শহরের চকসূত্রাপুরে মাদকের কারবার সংক্রান্ত ঝামেলা হলে দুই পাড়ার লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামাতে অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রের খনি ও মাদক উদ্ধার করে। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শহরের চকসূত্রাপুরের কসাইপাড়া ও পাশের এক পাড়ার মধ্যে অবাধে মাদক কারবার চলে আসছিল। তাদের মধ্যে মাদক কারবার সংক্রান্ত মতবিরোধ শুরু হয়। এতে করে উভয় পাড়ার লোকজন উত্তপ্ত বাক্য বিনিময়সহ সশস্ত্র সংঘর্ষ শুরু করে। ঘটনার পরই জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায়।

স্থানীয় কুখ্যাত মাদক কারবারি হজরত আলীর বসত বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন পদের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসময় হজরতের স্ত্রী শিলা আক্তারের কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ৷ এছাড়াও ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯ টি দেশীয় অস্ত্র, ১১ টি বার্মিজ চাকু, ৮০ পিস নেশাদ্রব্য সিডিল উদ্ধার করা হয়৷ এছাড়াও মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আমার দেশকে জানান, একটি পক্ষ স্থানীয় পরিবেশ অস্থিতিশীল করার জন্য অস্ত্র মজুত অরেছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনপি ফ্যামিলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

আ. লীগ নেতা আবু সাইয়িদকে নিয়ে বিএনপি-জামায়াতের লড়াই

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

রাজশাহী-৫ আসন রাজনীতিতে ছড়াচ্ছে নির্বাচনি উত্তাপ

আগামীকাল নওগাঁ যাচ্ছেন তারেক রহমান

১৯ বছর পর পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান

জামায়াত নেতাকে গলা টিপে হত্যার চেষ্টা: বিএনপির প্রার্থী হারুনের ছেলেকে তলব

বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সস্ত্রীক সন্ত্রাসী গ্রেপ্তার

অস্ত্র নয়, ব্যালটেই ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের