হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বিএনপির মিছিলে জামায়াতের নেতাকর্মীদের হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ধানের শীষের প্রচার মিছিলের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত ছাত্রদলের ছয় কর্মীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন, ছাত্রদল কর্মী, রিফাত, রানা তালুকদার, লিমন শেখ, খাইরুল হোসেন, আশিক ও মঈন শেখ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, সোমবার রাতে সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে ধানের শীষের প্রচার মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় জামায়াতের চার শতাধিক নেতাকর্মী লোহার রড, স্টিলের পাইপ নিয়ে ‘লিল্লাহে তাকবীর’ স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালান। এই হামলায় ছাত্রদলের ছয় কর্মী আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। জামায়াত পরিকল্পিতভাবে হামলা করে প্রচারে বিঘ্ন ঘটাচ্ছে, যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। তারা বুঝতে পেরেছে, পরিবেশ তাদের অনুকূলে নেই। এজন্য পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।

তবে বিএনপি নেতার এই অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের মিছিল আগে ছিল। বিএনপির নেতাকর্মীরাই অতর্কিতভাবে জামায়াতের মিছিলে হামলা করেছে। এই হামলায় জামায়াতের পাঁচ-সাতজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিমুল তালুকদার বলেন, আহত অবস্থায় ছয়জন হাসপাতালে এসেছেন। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে ঢাকায় পাঠানো হতে পারে।

হামলার বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি পুলিশ সুপার কার্যালয়ে মিটিংয়ে আছি। পরে জানাব।’

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ১০ আসামির যাবজ্জীবন

দলীয় প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

সারিয়াকান্দিতে বিএনপির প্রার্থীর প্রচারে সদলবলে পত্নী

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে প্রতিবন্ধী যুবককে বিএনপির প্রার্থীর সমর্থকদের মারধর

বগুড়ায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

ভাঙ্গুড়ায় দোকানঘর নির্মাণে চাঁদা দাবি, দুই সহোদর গ্রেপ্তার

‘জয় বাংলা’ স্লোগান, রাজবাড়ী আদালত এলাকা থেকে ৫ জন গ্রেপ্তার

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জুলাই বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

চার দিনের নির্বাচনি সফরে বগুড়ায় মান্না

তারেক রহমান বগুড়ায় আসছেন ২৮ জানুয়ারি