সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেশের মানুষ কোন চাঁদাবাজ, সন্ত্রাসী দলকে ভোট দেবে না। বিএনপি নেতা বলেন, তারা নাকি বিদেশে পালায় না। তাহলে লন্ডন থেকে আপনি আসলেন কেন।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির শাহিনুর আলম।
রফিকুল ইসলাম খান আরো বলেন, অনেকে মনে করছেন দেশে শেখ হাসিনা মার্কা ভোট হবে। সেটা ভুলে যান। এদেশে শেখ হাসিনা মার্কা ভোট আর কোনো দিন হবে না।