হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই প্রার্থী আহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৫ জন।

মঙ্গলবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই প্রার্থী বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থল থেকে বর্ণনা দিতে গিয়ে হাবিবুর রহমান হাবিবের সফরসঙ্গী ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষ করে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। ফিরতি পথে প্রার্থীদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আহত হলেও প্রাইভেটকারের চালক এবং শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরেক সফরসঙ্গী ও হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানান, বড় ধরনের দুর্ঘটনা হলেও আল্লাহর রহমতে দুই প্রার্থী প্রাণে বেঁচে গেছেন। সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঘটনার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি পরিবার আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে।

৩৫ ফুটের গর্তে ১৯ ঘণ্টা পার শিশু সাজিদের, যা জানালো ফায়ার সার্ভিস

বিএনপির আসন পুনরুদ্ধারের চেষ্টা, নতুন ইতিহাস গড়তে চায় জামায়াত

বিএনপিতে বিদ্রোহী প্রার্থী জামায়াত বিরামহীন প্রচারে

ছুরিকাঘাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

৩৫ ফুট গভীর গর্তে দুই বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নামাজমুখী সমাজে অপরাধ প্রবণতা কমবে: ধর্ম উপদেষ্টা

মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান: দুলু

র‍্যাবের অভিযানে ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের কারাদণ্ড