হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে আদালতের মালখানায় দুঃসাহসিক চুরি, আটক ৪

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি যাওয়া তালিকায় নগদ ৮৯ লাখ টাকা ও প্রায় ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ৩৮ হাজার টাকা মূল্যের রুপা রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পদ খোয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ভাবে চারজনকে আটক করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সিআইডি, ডিবিসহ জেলা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে কোনো সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। শুক্রবার ছুটির দিন থাকায় বেলা ১১টার দিকে আদালতে কর্মরত পুলিশ সদস্যরা মালখানার পিছনের জানালার গ্রিল কাটা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোজার মাঝামাঝি সময়ে গভীর রাতে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রাইভেটকারে রাজশাহীর বাসায় নিয়ে যাওয়ার সময় উদ্ধারকৃত ৩৭ লাখ টাকা সহ ১০ ভরি স্বর্ণ ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, কি কি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য জব্দ তালিকার সাথে মালখানায় থাকা অবশিষ্ট মালামাল যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত চুরি হওয়া মালামালের সঠিক হিসাব

বলা যাচ্ছে না। চারজন আটকের তথ্য নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে আটকদের পরিচয় আপাতত তিনি প্রকাশ করতে রাজি হননি।

এমএস

টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক

শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন সম্ভব হবে

মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার সিরাজগঞ্জে মামলা

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

দেশে প্রথম চালু হচ্ছে আধুনিক সেচব্যবস্থা

ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা, অতঃপর যা হলো

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান: উপদেষ্টা ফারুকী আজম