হোম > সারা দেশ > রাজশাহী

১০০ ফুট নিচে থাকলেও শিশু সাজিদকে উদ্ধারে চলবে অভিযান

রাজশাহী অফিস

রাজশাহীর তানোরে সরু গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৪৫ ফুট খুঁড়েও পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে গর্ত থেকে উঠে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

পুরো প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, তারা ৪৫ ফুট পর্যন্ত খনন করেও শিশুটিকে পাননি। এখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলবেন।

উদ্ধার অভিযান চলবে কি না—জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, হ্যাঁ, অভিযান চলবে। যদি মাটির ১০০ ফুট নিচেও থাকে, এভাবেই খনন করতে হবে। আমি না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকব। আমাদের ক্যাপাসিটি কত, সেটি বিষয় না।

গতকাল বুধবার তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ৮ ফুট ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে পড়ে যায় শিশু সাজিদ। এর পর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। সরু গর্তটির পাশে বড় আকারের গর্ত খনন করা হয় এক্সক্যাভেটর দিয়ে। এটি সরু গর্তের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। তবু সাজিদকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, শিশুটি ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গর্তের ভেতর আছে। এলাকাটি উচ্চ খরাপ্রবণ। মাটির অনেক গভীরেও পানি পাওয়া যায় না। গভীর নলকূপ স্থাপনের আগে বিভিন্ন স্থান বোরিং করে পানির অস্তিত্ব দেখা হয়। এই গর্তও সে রকম। এখানে পানি না পাওয়ায় গভীর নলকূপ না বসিয়ে গর্তটি ফেলে রাখা হয়। সাধারণত এ ধরনের গর্তের গভীরতা ১০০ থেকে ১৫০ ফুট পর্যন্ত হয়।

দাঁড়িপাল্লার বিলবোর্ড-ফেস্টুন নামালেন জামায়াতের নায়েবে আমির

চাঁপাই সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

জয় পেতে মরিয়া জামায়াত পুনরুদ্ধারে বিএনপির লড়াই

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

নওগাঁয় পোস্টার খুলে ফেললেন জামায়াত প্রার্থী

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

ধামইরহাটে জামায়াতের নির্বাচনি মিছিল মার্চ ফর দাঁড়িপাল্লা

হাসপাতালে নেওয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার সেই শিশু সাজিদ

পাওনা টাকা না পেয়ে অটোচাপা দিয়ে যুবককে হত্যা