আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের নিকট থেকে নাটোর-(১ লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ তার মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ারুল ইসলাম মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মী।