কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে ৫ তরুণকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি ও কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, জেলা শহরের কলেজ মোড়, জেলা পরিষদ ভবনের গেটসহ বিভিন্ন জায়গায় ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার লাগানোর খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন স্থান থেকে রংপুরগামী একটি মিনি বাসে থাকা সন্দেহভাজন ৫ তরুণকে আটক করে ডিবি। আটককৃতরা হলেন, ফাহমিদ হাসান (৩৫), সাকিবুল হাসান (২৫), শামীম হোসেন (২৫), জাবের আল রাফিয়ান(২৮) এবং মাহমুদুর রহমান (২৬)।
আটককৃতরা সবাই ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এদের মধ্যে ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর ফার্মেসি বিভাগ, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে ৫ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।’