হোম > সারা দেশ > রংপুর

৬ মাসে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবো: আজাদ

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো অপশক্তি এই নির্বাচন ঠেকানোর পাঁয়তারা করলে তাদের প্রতিরোধ করা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তারা নিশ্চিত হয়েছেন তাদের বিজয়ের এক শতাংশ সম্ভাবনা নেই। তারা দেখছেন, আরে এভাবেই তো ভালো আছি। ইউনিয়ন পরিষদ, ইউএনও অফিস সব জায়গায় ভাগ পাইতেছি, নির্বাচনের দরকার নেই। এখন পিআরসহ বিভিন্ন দাবি তুলে এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে বারবার বাধাগ্রস্ত করেছেন। কোনো অপশক্তি এই নির্বাচনকে ঠেকানোর পাঁয়তারা করলে নেতাকর্মীদের নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। আমাদের প্রত্যেক কৃষককে গ্ৰামগঞ্জে গিয়ে সাধারণ মানুষকে সজাগ সচেতন করতে হবে।

তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য বিভ্রান্ত করেছেন, বোকা বানিয়েছেন। আস্তে আস্তে দেশের মানুষ জানতে পারছে আসল রহস্য কী। আমাদের কথা পরিষ্কার, আপনার দল আছে, দলের আদর্শ উদ্দেশ্য নিয়ে কথা বলেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নিন। কিন্তু মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।

আজাদ আরও বলেন, আমরা বিএনপি করি। আমরা আমাদের আদর্শ, উদ্দেশ্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আমরা প্রথম ৬ মাসে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবো। বিএনপি ক্ষমতায় এলে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেবো। আমরা সেই কার্ড দিয়ে কমপক্ষে আড়াই হাজার টাকার সমমূল্যের খাদ্যদ্রব্য বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। ফ্যামিলি কার্ড দিয়ে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করবো। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে সেটি কৃষিবান্ধব সরকার হবে। কৃষককে স্বনির্ভর করতে সহযোগিতা করা হবে।

কৃষক সমাবেশে দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব শাহজাহান আলম সিরাজ প্রমুখ।

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মাহমুদুর রহমান মান্না

৬৩ বছর পর প্রিয় শিক্ষক-বন্ধুদের সঙ্গে দেখা পররাষ্ট্র উপদেষ্টার

মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জামায়াত নেতার

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী

রংপুরে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাটগ্রাম প্রশাসনের জব্দকৃত সার বিতরণে অনিয়মের অভিযোগ

জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে

আমরা এখন অস্থির সময় পার করছি: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির কোন্দলে বাড়ছে জামায়াতের সম্ভাবনা