চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতভাই পুকুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে একটি গোডাউন থেকে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ করেছে। এ ঘটনায় গোডাউনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি গুদাম তদারকি করা হয়। তদারকির সময়ে মেসার্স আল মদীনা ট্রেডার্সের গুদামে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম থেকে ৫০০ কেজি খেজুর এবং ৩৭৫ কেজি ডাল জব্দ করে পরে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।