হোম > সারা দেশ > রংপুর

জামায়াতের অফিস ভাঙচুরসহ পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত অফিস ভাঙচুরের মামলায় আওয়ামী-লীগের ২ নেতা এবং ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কামারদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রনজিত সরকারকে (৬৫) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রনজিত ওই গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে।

এ ছাড়াও একই রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী (গন্ধ্রববাড়ী) গ্রামের আবুল মন্ডলের ছেলে দরবস্ত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মন্ডল সাজুকে (৪৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে থানায় গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাংচুরের মামলা রয়েছে।

অপরদিকে, শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো-লালমনিরহাট জেলার সদর উপজেলার কুরুল মেধারাম (চর ফলিমারী) গ্রামের শহীদ উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন (২৫) এবং একই উপজেলার কর্ণপুর গ্রামের মৃত খয়েম উদ্দিনের ছেলে নূর ইসলাম (৩৪)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পৃথক মামলায় ৪ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে ৪ জনকেই গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পীরগাছায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেপ্তার

লাল কালির চিরকুটে জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি

তেঁতুলিয়ায় ধানমন্ডি ৩২ ফেসবুক পেজের সদস্য আটক

মেয়ে হত্যার বিচার চেয়ে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

দিনাজপুরে খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক দুই মেয়রের বাড়িতে আগুন

খানসামায় জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

ভোট এলেই প্রতিশ্রুতি, এরপর বরখেলাপ

ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া

যেই উপদেষ্টাদের দেশপ্রেম নেই, তাদের পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর