হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে অপহরণের ৪ মাস পর স্কুলছাত্রী আইরিন উদ্ধার, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

অপহরণকারী রাব্বী গাছু, স্কুলছাত্রী আইরিন আক্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী আইরিন আক্তারকে (১৬) অপহরণের ৪ মাস পর উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারী রাব্বী গাছুকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই এবং অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা তফিজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে র‍্যাব-১০, ঢাকার সহযোগিতায় ঢাকা মহানগরীর লালবাগ থানা এলাকার আজিমপুর রাস্তার যাত্রী ছাউনির ওপর থেকে অপহৃত আইরিনকে উদ্ধার ও অপহরণকারী রাব্বীকে গ্রেপ্তার করেন।

পরে তাদের গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আমার দেশকে জানান, ভিকটিমের ২২ ধারার জবানবন্দী নেওয়ার জন্য আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিজ্ঞ আদালতে হাজির করানোর পর তার ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয় এবং অপহরণকারী রাব্বী গাছুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদুল ইসলামের মেয়ে আইরিন আক্তার রামচন্দ্রপুর হাইস্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া-আসার পথে পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের মুক্তার গাছুর বখাটে ছেলে রাব্বী গাছু (১৭) মেয়েটিকে প্রায়ই ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিতো। বখাটে রাব্বীর এ অনৈতিক প্রস্তাবে আইরিন সাড়া না দেওয়ায় রাব্বী ক্ষিপ্ত হয়ে গত ২৪ জুন মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আইরিন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পেছনে টয়লেটে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা রাব্বী গাছুসহ অন্যান্য আসামিরা জোরপূর্বক সেখান থেকে আইরিনের মুখ চেপে ধরে তাকে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়টি আইরিনের জেঠাই মর্জিনা বেগম দেখে চিৎকার করলে তার আগেই তারা মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়।

আইরিনের বাবা আজাদুল ইসলাম এ ঘটনায় গত ২০ জুলাই গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ রাব্বী গাছুসহ ৩-৪ জনকে আসামি করে অপহরণের অভিযোগে পিটিশন মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত গোবিন্দগঞ্জ থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। আদালতের নির্দেশনায় পরবর্তীতে গত ১৩ আগস্ট অপহরণকারী রাব্বী গাছুকে আসামি করে গোবিন্দগঞ্জ থানা মামলাটি রেকর্ড করে।

ছাত্রলীগের হামলায় শিবির কর্মী ও জামায়াত নেতাসহ আহত ২

নবাবগঞ্জে জামায়াতের নতুন আমির নির্বাচিত

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

জুলাইকে ব্যবহার করে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়েছে: শিবির সভাপতি

উত্তরা ইপিজেডে চার কোম্পানি বন্ধ, বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা

নবাবগঞ্জ উপজেলা জামায়াত আমিরের ইন্তেকাল

বড়পুকুরিয়ায় প্রথম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

ফারইস্টের বিরুদ্ধে গ্রাহকদের শতকোটি টাকা পরিশোধ না করার অভিযোগ

উত্তরা ইপিজেডের চার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা