হোম > সারা দেশ > রংপুর

মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি কৃষক

টুকু প্রধান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন আশানুরূপ এবং বাজারে দাম বেশি পাওয়ায় প্রত্যাশার চেয়েও অধিক লাভবান হচ্ছেন চাষিরা। সার, বীজসহ কৃষি উপকরণ ব্যয় বাড়লেও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কৃষি বিভাগের তদারকি ও সার্বক্ষণিক পরামর্শে কৃষকরা সঠিক সময়ে ক্ষেতে সার, সেচ ও সঠিক পরিচর্যার কারণে এ মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শীত আসার সঙ্গে সঙ্গেই মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন এ উপজেলার কৃষকরা। মৌসুমের শুরুতে উপজেলার দরবস্ত, কোচাশহর, গুমানিগঞ্জ, কামারদহ, রাজাহার, ফুলবাড়ী, তালুককানুপুর ও রাখালবুরুজ ইউনিয়নসহ পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে কৃষকরা মৌসুমী এ পেঁয়াজের আবাদ করেছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় মোট সাড়ে ছয় হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে।

শীতের শুরুতে পেঁয়াজের কাঁচাপাতা বিক্রি হলেও বর্তমানে গাছ বড় হয়ে যাওয়ায় কৃষকরা পাতার পাশাপাশি মুড়িকাটা পেঁয়াজও বাজারজাত করছেন।

চলতি মৌসুমে পেঁয়াজের উৎপাদন ও বাজার দর দুটোই ভালো থাকায় কৃষকরা প্রত্যাশার চেয়ে বেশি লাভবান হচ্ছেন।

মৌসুমের শুরুর দিকে কাঁচাপাতাসহ প্রতি মণ পেঁয়াজ দুই হাজার ৫০০ থেকে দই হাজার ৬০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে প্রতি মণ তিন হাজার টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে।

তবে বাজারে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ চাষে ব্যয়ভারও বেশি লেগেছে বলে তারা জানিয়েছেন। এরপরও উৎপাদিত পেঁয়াজ ভালো দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট তারা।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান আমার দেশকে বলেন, পেঁয়াজের চাষ বৃদ্ধির জন্য কৃষকদের মাঠপর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠপর্যায়ে আগামীতে পেঁয়াজের চাষ আরো বৃদ্ধি করে পেঁয়াজ আমদানি নির্ভরতা কমাতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ প্রজন্মকে দাবায় রাখতে চাইলে পরিণতি ভয়াবহ হবে: শিবির সভাপতি

৫০ প্রতিবন্ধীর মাঝে মাওলানা আফেন্দীর হুইলচেয়ার বিতরণ

পোলট্রি খামারে ভয়াবহ আগুন, প্রায় কোটি টাকার ক্ষতি

আ.লীগ নেতার দাপটে বন্ধ সড়ক সংস্কার কাজ

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রধান শিক্ষিকা নিহত

আদর্শ শিক্ষকরাই পরিবর্তনের অগ্রদূত: এটিএম আজহারুল

মাহফিলে বয়ানরত অবস্থায় মারা যাওয়া বক্তার দাফন সম্পন্ন

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

তিনটিতেই দলীয় কোন্দলে বেকায়দায় বিএনপি

শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা