হোম > সারা দেশ > রংপুর

বেরোবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রতিনিধি, বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার একটি যৌন নির্যাতনের অভিযোগপত্র জমা দিয়েছে একই বিভাগের এক নারী শিক্ষার্থী।

রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ঐ নারী শিক্ষার্থীর অভিযোগপত্র বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তরে জামা দিয়েছেন। এর আগেও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান বরাবর আর একটি অভিযোগ পত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের ক্লাস পরীক্ষাসহ সকল ধরনের কাজ থেকে বিরতসহ যৌন হয়রানির কথা উল্লেখ করেন।

উক্ত অভিযোগপত্রে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করে বলেন, খারাপ ইঙ্গিত করা, কুপ্রস্তাব, খারাপ টার্চ করাসহ একাধিক অভিযোগ করেন ওই শিক্ষকের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্ত ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক, সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা গত বৃহস্পতিবার একটি অভিযোগপত্র পেয়েছি। সেখানে তারা অভিযুক্ত শিক্ষকের সকল ধরনের ক্লাস, পরীক্ষা না করার জন্য বলেছে। এই বিষয়ে বিভাগে জরুরি মিটিং করেছি। সেখানে কিছু নারী শিক্ষার্থী গুরুতর অভিযোগ করেছেন। পুনরায় আমরা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নিব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা অভিযোগ পত্রটি পেয়েছি। এটা যৌন হয়রানি অভিযোগ বিষয়ক সেলে সিলগালা করে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তী মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।

যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেলের সদস্য সচিব ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, আমাদের কাছে একটি অভিযোগপত্র এসেছে। আমরা অভিযোগপত্রের আলোকে দেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে তার ব্যবস্থা গ্রহণ করব।

বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

কুড়িগ্রামের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নবাবগঞ্জে ভোক্তা আইনে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

আধুনিকতার ছোয়ায় কার্তিকের ‘মঙ্গা’ এখন যাদু ঘরে

ভবানীপুর রেলপথের শতকোটি টাকার সম্পদ ধ্বংস হচ্ছে

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে আমন ধান, সবজির ব্যাপক ক্ষতি

গণপিটুনিতে নিহত তারাগঞ্জে সেই রুপলাল দাসের মেয়ের বিয়ে আজ

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদ

অসময়ের বৃষ্টিতে যেসব এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি

মাদারগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া পঞ্চম শিশুর লাশ উদ্ধার