হোম > সারা দেশ > রংপুর

একই দিনে নির্বাচন ও গণভোট জনগণ মেনে নেবে না: এটিএম আজহার

রংপুর অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের দলীয় প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনকে সম্মান রেখে জুলাই সনদ ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। এই সনদ আইনে পরিণত করতে হলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে।

কারণ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের জন্য গণভোট সামঞ্জস্যপূর্ণ নয়। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবে না। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পথসভায় এই মন্তব্য করেন তিনি ।

এটিএম আজহারুল ইসলাম বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট হলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাতে পারে। তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি নির্যাতন ও মামলা-হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করেছে—যার শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরাও। তিনি দাবি করেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কখনো প্রমাণিত হয়নি এবং দলটি ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক ভূমিকা রাখবে।

সভায় বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মাবুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, শিবিরের সাবেক সভাপতি শোয়াইবুর রহমানসহ ইউনিয়ন ও উপজেলা জামায়াতের নেতারা।

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আখতারের

বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ‘ভাইরাল মামুন’ গ্রেপ্তার

নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে মাঠে থাকবে বিজিবি: কর্নেল শফিক

সাঘাটায় উপজেলা বিএনপির ৪ নেতা বহিষ্কার

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড নয়, যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

গাইবান্ধায় হেভিওয়েটদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন দুই নারী প্রার্থী