হোম > সারা দেশ > রংপুর

খানসামা মডেল প্রেস ক্লাবের প্রথম নির্বাচনে সভাপতি মাসুদ, সম্পাদক জসিম

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যকে সামনে রেখে গঠিত ‘খানসামা মডেল প্রেসক্লাব’-এর প্রথম নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন।

শুক্রবার উপজেলা সদরের মসজিদ মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণে অংশ নেন, যার ফলে অস্থায়ী কার্যালয় এলাকা এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল তত্ত্বাবধানে ভোটগ্রহণ শেষ হলে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে বিজয়ী হন দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইন প্রতিনিধি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক আমার দেশ ও সকালের বাণী পত্রিকার খানসামা প্রতিনিধি মো. জসিম উদ্দিন।

নবগঠিত এই নেতৃত্বকে সাংবাদিক সমাজ আন্তরিক অভিনন্দন জানান এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে তাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি মাসুদ রানা বলেন, একটি সংগঠনের সার্বিক অগ্রগতির জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তিনি দায়িত্ব পাওয়ায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে সত্য ও ন্যায়ের পক্ষে, গণমানুষের পাশে দাঁড়ানো সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে তিনি সবসময় সচেষ্ট থাকবেন।

সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বেছে নেওয়া নয়, বরং খানসামার সাংবাদিকদের অঙ্গীকারকে আরও দৃঢ় ও সংগঠিত করার প্রথম ধাপ। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে প্রেসক্লাবকে একটি কার্যকর, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ সংগঠনে রূপ দিতে তারা কাজ করবেন। সংগঠনটি গণমানুষের কথা বলবে, সমালোচনার ভয় না পেয়ে সত্যিকারের তথ্য তুলে ধরবে এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করবে।

এসময় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা সদরের মসজিদ মার্কেটে অতিথিরা ফিতা কেটে নতুন কার্যালয়ের কার্যক্রমের সূচনা করেন। এর আগে সকালে অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের প্রথম নির্বাচন ও আলোচনা সভা।

মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার

গৃহকর্তাকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট

পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

রংপুরে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু

ঘুষের টাকা না দেওয়ায় খুনের আসামি

তফসিল ঘোষণার পরই ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

সাঘাটায় বালিকা মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলা, পাঠদানে ব্যাহত

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

টানা পাঁচ দিন পর ৯ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা