হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ৪ শিশু অপহরণকারী নারী আটক

রংপুর অফিস

রংপুর রেল স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুকে উদ্ধার করে আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০টায় স্টেশন এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশুকে নিয়ে ওই মহিলা ইফতারের পর উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা। এরপরই স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করেন।

জানা যায়, বৃহস্পতিবার দিনের বেলায় আদুরী বেগম নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় চায়। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। বাড়িতে রোজা রাখার জন্য রাতে সাহরি খান। শুক্রবার সারা দিন ওই বাড়িতেই ছিলেন। সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পর ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এ সময় শিশুদের না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। শুক্রবার রাত পৌনে ১০টায় রেলস্টেশনে এক শিশুকে দেখতে পায় তার মামা। শিশুটির কাছে তার মামা গেলে ওই নারী টের পেয়ে দৌড় দেয়। এ সময় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। ঘটনাটি নিয়ে স্টেশন এলাকায় শোরগোল শুরু হলে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চলে আসেন। পরে ওই নারীকে আটক করে রেলস্টেশন পুলিশ ফাঁড়িতে নেয়া হয়।

রংপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, অপহৃত শিশুদের উদ্ধার করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখন তাদের অভিভাবকদের ডেকে শিশুদের তাদের কাছে হস্তান্তর করা হবে। আটক অপহরণকারী নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পীরগাছায় শাপলা কলিতে ভোট দিতে চাওয়ায় মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

রংপুরে মাগরিবের পর বক্তব্য দেবেন তারেক রহমান

চিলমারীর চারণভূমি এখন ধু-ধু বালুচর

ভারত থেকে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা

৪ ফেব্রুয়ারি হাতীবান্ধা যাচ্ছেন জামায়াতের আমির

দীর্ঘ ২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান

জলঢাকায় বিএনপি সভাপতিসহ ১০ জনের জামায়াতে যোগদান

যাদের কাছে নারীরা নিরাপদ নয়, তাদের ভোট দেওয়া যাবে না: এটিএম আজহার

২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান