হোম > সারা দেশ > রংপুর

বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

নির্বাচনি জনসভায় অংশ নিতে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা জামায়াত সূত্র জানায়, ‘চলো এক সাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে উত্তরের সীমান্তবর্তী জেলার মানুষের মাঝে ছড়িয়ে দিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জেলা শহরের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ৪ থেকে সাড়ে ৪ লাখ লোকের উপস্থিতি প্রত্যাশা করছে জামায়াত। সে লক্ষ্যে সকল প্রস্তুতি শুরু করেছে দলটি। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন বলেন, ‘সরকারি কলেজ মাঠ বরাদ্দ এবং প্রয়োজনীয় নিরপত্তা চেয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর আবেদন দেওয়া হয়েছে। তিনি মৌখিক সম্মতি দিয়েছেন। রবিবার লিখিত অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘মাঠ ব্যবহারে সরকারি কলেজ কর্তৃপক্ষের অনাপত্তিসহ (এনওসি) দলটির পক্ষ থেকে আবেদন দেওয়া হয়েছে। আমরা সেটি গ্রহণ করে পুলিশের কাছে পাঠিয়েছি। নিরাপত্তাসহ প্রয়োজনীয় গোয়েন্দা প্রতিবেদন পাওয়া সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’

ভোটের বিনিময়ে দলীয় কর্মীর খুনি আ.লীগারদের মামলা তুলে নেয়ার আশ্বাস বিএনপি প্রার্থীর

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আখতারের

চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ‘ভাইরাল মামুন’ গ্রেপ্তার

নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে মাঠে থাকবে বিজিবি: কর্নেল শফিক

সাঘাটায় উপজেলা বিএনপির ৪ নেতা বহিষ্কার

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড নয়, যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

গাইবান্ধায় হেভিওয়েটদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন দুই নারী প্রার্থী