মায়ের গায়ে হাত তোলায় এক বখাটে ছেলেকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব মণ্ডলপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানী (২৮) কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব মণ্ডলপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দক্ষিণ রাজিব মণ্ডলপাড়া গ্রামের গোলাম রব্বানী অনলাইন ক্যাসিনো জুয়ায় আসক্ত। সে জুয়ায় হেরে প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে। এতে বাবা-মা বাধা দিলে সে মারধর করাসহ ভয়ভীতি দেখায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে বাবা-মা। রাব্বানী শুক্রবার বাড়ির একটি গরু বিক্রি করে দেয়। এতে মা তাকে শাসায়। একপর্যায়ে রব্বানী উত্তেজিত হয়ে মায়ের গায়ে হাত তোলে। এ সময় স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান।
খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে গোলাম রব্বানীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় মায়ের গায়ে হাত তোলার দায়ে ১৮৬০-এর ৩৫৫ ধারায় গোলাম রব্বানীকে তিন মাসের জেল ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।